• প্রকাশিত : ২০২৩-০৭-০৬
  • ৫৭৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলায় আজ বিভিন্ন কলেজ,বিশ্ব-বিদ্যালয়ে ৬৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদের উদ্যোগে পরিষদের এনেক্স ভবনে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রুু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, অংসুইছাইন চৌধুরী,রেমলিয়ানা পাংখোয়া, আব্দুর রহিম, বিপুল ত্রিপুরা, ঝর্ণা চাকমা, আসমা বেগম প্রমুখ।
এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের প্রতি আন্তরিক বলেই পুরো পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি এখানে মেডিকেল কলেজ, প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়সহ বিভিন্ন নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যার ফলে এ অঞ্চলের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।
অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক ও ডিপ্লো মার শিক্ষার্থীদের জনপ্রতি ৭ হাজার টাকা, স্নাতক ও স্নাতক সম্মান শিক্ষার্থীদের ১০হাজার টাকা, মেডিকেল, প্রকৌশল, কৃষি ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জনপ্রতি ১২ হাজার টাকা করে সর্বমোট ৬৫০ জন শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৬২ লক্ষ টাকা প্রদান করা হয়।
এর মধ্যে ১০০ জনকে চেকের মাধ্যমে এবং ৫৫০ জন শিক্ষার্থীকে অনলাইনে রকেটের মাধ্যমে শিক্ষাবৃত্তির অর্থ প্রদান করা হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat