ব্রেকিং নিউজ :
সাতক্ষীরায় রাসায়নিকে পাকানো চারশ’ কেজি আম জব্দ আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস দিনাজপুরে বৃষ্টির জন্য একাধিক স্থানে ইসতিকার নামাজ আদায় ময়মনসিংহের আলালপুরে বাস-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত সরকার দুর্যোগ মোকাবেলায় যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে : অর্থ প্রতিমন্ত্রী সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি সাংস্কৃতিক কর্মকান্ডে যদি প্রবাহ না থাকে, তাহলে সভ্যতা টিকতে পারে না : গণপূর্তমন্ত্রী ক্ষমতার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে : ওবায়দুল কাদের উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ : সিলেটে ইসি আনিছুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ২৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত কয়েক দিনের টানা বর্ষণে রাঙ্গামাটি জেলায় পাহাড় ধসের সম্ভাবনা থাকায় রাঙ্গামাটিতে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি এবং করনীয় নির্ধারণে জরুরি সভা করেছেন জেলা প্রশাসন।
৬ আগষ্ট রোববার রাত  সাড়ে ৮টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক  মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা অংশ নেন।
আলোচনা সভায় দপ্তর প্রধানরা সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় নিজেদের সক্ষমতা ও করনীয় তুলে ধরে বক্তব্য রাখেন।
সভায়  জেলার সাথে সড়ক যোগাযোগ সচল ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সকল ধরনের প্রস্তুতি রাখার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করা হয় এবং যে কোন প্রয়োজনে ফায়ার সার্ভিস ও জেলা স্বাস্থ্য বিভাগকেও সার্বক্ষণিক প্রস্তুত থাকার আহবান জানানো হয়। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেনি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, গত কয়েক দিনের টানা বর্ষণে জেলায় ১৭টি ছোট আকারের ভূমি ধসের ঘটনা ঘটেছে। এটা  আমাদের জন্য একটি বড় সতর্কতা সংকেত। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব)  এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা সিভিল সার্জন নিহার রঞ্জন নন্দী, জেলা ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোঃ দিদারুল আলম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী মোঃ আহমেদ শফি, গণপুর্ত বিভাগ রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল,  কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমীনসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক জানান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং যে কোন সমস্যায় জেলা প্রশাসনের মনিটরিং সেলের সাথে যোগাযোগ করার আহবান জানানো হয়। জেলা প্রশাসক আরো জানান, রাঙ্গামাটি শহরে বর্তমানে ১৯টি ঝুকিঁপূর্ণ এলাকা থেকে অনেক মানুষ আশ্রয় গ্রহণ করেছে। আশ্রয় কেন্দ্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও ভাতের  ব্যবস্থা করা হয়েছে । এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় আরো প্রায় ১৬৩টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat