বাংলাদেশ প্রিমিয়ার লীগ-২০২৫ উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষ্যে নতুন বাংলাদেশ গড়তে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপনের উদ্যোগ নিয়েছে তথ্য অধিদফতর (পিআইডি)। এ উৎসব সৃজনশীলতা ও উদ্যমের সম্মিলনে আগামীতে টেকসই জাতির ভবিষ্যত গড়ার এক উল্লেখযোগ্য মাইলফলক। এ উৎসবকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পিআইডি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
পিআইডি’র গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে-তারুণ্যের উৎসব সংক্রান্ত সচেতনতামূলক দু’টি ফিচার যা আগামী রোববার ও সোমবারের মধ্যে প্রিন্ট মিডিয়ায় প্রকাশের জন্য প্রেরণের ব্যবস্থা করা হবে। পরবর্তীতে তারুণ্যের উৎসব চলাকালীন এ সংক্রান্ত ফিচার লেখা ও প্রচার অব্যাহত থাকবে। এছাড়া এ উৎসবের কর্মসূচি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক প্রচারের জন্য জনসচেতনতামূলক আলোকচিত্র প্রকাশ করা হবে। ইভেন্ট চলাকালীনও এ সংক্রান্ত বিভিন্ন স্থিরচিত্র প্রকাশ করা হবে।
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে মূল উপজীব্য নির্ধারণ করা হয়েছে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।