ব্রেকিং নিউজ :
রেমিট্যান্স প্রেরণকারীদের স্মার্ট কার্ড প্রদানের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় স্থায়ী কমিটি এভিয়েশন শিল্পের উন্নয়নে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য চতুর্থ শিল্প বিপ্লবের সুফল দিতে সরকার নতুন প্রযুক্তি নিয়ে আসছে : শিক্ষা প্রতিমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রাদেশিক কংগ্রেসের ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ নির্মাণাধীন ভবনে লার্ভা পেলে নির্মাণ কাজ বন্ধ করা হবে : মেয়র তাপস বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কক্সবাজারে ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের তালিকা চেয়ে হাইকোর্ট আদেশ মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের
  • প্রকাশিত : ২০২০-০৫-০৩
  • ৭৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জেলার ৮১টি কওমী মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের অনুকূলে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ৯ লাখ ১০ হাজার টাকার অনুদান বিতরণ শুরু হয়েছে।
আজ জেলা প্রশাসকের কার্যালয়ে সদর উপজেলার মাদ্রাসাসমূহের মুহতারিমবৃন্দের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
চেক প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী দেশ ও দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোন শ্রেণী-পেশার মানুষ আর বঞ্চিত নয়। কওমী মাদ্রাসার দুস্থ ও এতিম শিক্ষার্থীরা এই অনুদান পেয়ে উৎসাহিত হবেন এবং তাদের শিক্ষা কার্যক্রম আরো বেগবান হবে।
তানজিমুল মাদারিসুল কওমীয়া বাংলাদেশ নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ও তাঁর কল্যাণ কামনা করে বলেন, ইতোপূর্বে দেশের কোন সরকার প্রধান কওমী মাদ্রাসার শিক্ষার্থী বা মাদ্রাসায় অনুদান প্রদান করেননি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মাদ্রাসাগুলোর দাওরা হাদিসের সনদকে স্বীকৃতি প্রদান করেছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল ইসলাম, জাতীয় গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক ইকবাল হোসেন, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম ও নাটোর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল ইসলাম বাসস’কে জানান, পর্যায়ক্রমে জেলার অন্য ছয়টি উপজেলা পর্যায়ে মাদ্রাসা প্রতি ১০ থেকে ২০ হাজার টাকার চেক দ্রুত প্রদান করা হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat