ব্রেকিং নিউজ :
জাপান বাংলাদেশকে ২,২৯৪ মিলিয়ন জাপানি ইয়েন দেবে; চুক্তি স্বাক্ষর চট্টগ্রামে ৬ কিশোর গ্যাংয়ের ৩৩ সদস্য আটক ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ শরীয়তপুরে জাতীয় শুদ্ধাচার কর্ম পরিকল্পনা কৌশল বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় ভুটানের রাজার আমন্ত্রণে ভুটানে যাচ্ছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসি এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হলেন সৈকত রেলমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত্তি স্থাপনে বাংলাদেশি আমেরিকানদের প্রশংসায় ডোনাল্ড লু মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় : ওবায়দুল কাদের
  • প্রকাশিত : ২০২০-১২-০১
  • ৭৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারী অধিকার সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদ বলেছে, নারী ও শিশুর প্রতি সব ধরণের সহিংসতা বন্ধের মাধ্যমে জেন্ডার ভারসাম্য ও সমতা ভিত্তিক সমাজ-ব্যবস্থা নিশ্চিত করতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণমাধ্যম ইতোমধ্যে নারী ও শিশুদের বিরুদ্ধে নিপীড়ন, সহিংসতা ও নৃশংসতার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে রিপোর্টিং এর মাধ্যমে বহু মানুষকে আইনের আওতায় এনেছে এমন অনেক নজির সৃষ্টি করেছে বলে তারা উল্লেখ করেন। তারা আজ রাজশাহী নগরীর মুক্তিযুদ্ধ লাইব্রেরিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
ইন্টারন্যাশনাল রিপ্রেশন প্রিভেনশন ফ্রটনাইট-২০২০ এন্ড ওয়াল্ড হিউম্যান রাইট্স ডে উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের (বিএমপি) রাজশাহী জেলা সংগঠন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে মূল স্লোগান ছিল ‘সম্ভ্রমহানি মানবতাবিরোধী জঘন্যতম অপরাধ। নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
এতে মহিলা পরিষদের স্থানীয় শাখার সভাপতি কল্পনা রায়, শিখা রায়, অনুসূয়া সরকার, অলিমা খাতুন, নিলুফার আহমেদ ও আফরোজা খান হেলেনসহ সংগঠনের অন্যান্য নেত্ববৃন্দ বক্তব্য রাখেন।
কল্পনা রায় বলেন, নারীর বিরুদ্ধে সহিংসতা কমাতে ও বাল্য বিয়ে ও যৌতুক বন্ধ করতে সমাজের জনগনের মধ্যে বিশেষ করে পিতা-মাতা ও শিক্ষকদের সামাজিক সচেতনতা বাড়াতে হবে। তিনি বলেন, সরকার এককভাবে বা কোনো একক সংগঠন নারীর প্রতি সহিংসতা ও নিপীড়ন বন্ধ করতে পারবে না। এর জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা খুবই গুরুত্বপূর্ণ। দরিদ্র ও দুঃস্থ পরিবারের শিশুদের শিক্ষাসহ সব ধরনের মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন সম্ভব হবে। তিনি আরও বলেন, সহিংসতা ও বিষন্নতা থেকে তাদের রক্ষা করার মাধ্যমে শিশুদের শারিরীক ও মানসিক উন্নয়ন সম্ভবপর হরে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat