ব্রেকিং নিউজ :
তথ্য কমিশন বাংলাদেশ ৬টি অভিযোগের নিষ্পত্তি করেছে কৃষকের দামে তরমুজ বিক্রির কার্যক্রম পরিদর্শন কৃষিমন্ত্রীর অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন : পরিবেশমন্ত্রী কুল চেইন উন্নয়নের জন্য সমন্বিত নীতির বাস্তবায়ন চান শিল্প উদ্যোক্তারা স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি আন্দোলন প্রত্যাহার চীনের সঙ্গে এফটিএ করতে সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন বিনিময় জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান পণ্যের দাম বাড়াতেই বিএনপির ভারত বর্জন কর্মসূচি : নাছিম কর্ণফুলী নদীতে ফিশিং বোটে বিস্ফোরণ, দগ্ধ ৪ জনকে চমেকে ভর্তি
  • প্রকাশিত : ২০২০-১২-০২
  • ৭৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শ্রাবন্তী, রাজ চক্রবর্তী, অপরাজিতা আঢ্য-র পর এ বার ভুয়ো অ্যাকাউন্টের চক্করে শ্রীলেখা মিত্রও। তাও আবার পুরুষের নাম দিয়ে! অভিনেত্রীর অভিযোগ, এর আগেও নাকি তাঁর নাম দিয়ে একাধিক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। কানে এলেও তিনি মনোযোগ দেননি তাতে। এ বারের কাণ্ড সরাসরি চোখে পড়তেই একই সঙ্গে প্রচণ্ড ক্ষুব্ধ শ্রীলেখা।

কী হয়েছে শ্রীলেখার সঙ্গে? অভিনেত্রীর কথায়, ‘‘দেবাশিস বসু নামের একটি লোক আমার ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে বন্ধুত্বের ডাক পাঠাচ্ছেন। দেখে শুনে হতভম্ব আমি। স্ক্রিন শট নিয়ে ফেসবুকে পোস্ট করে সঙ্গে সঙ্গে লিখেওছি, আমার নাম দেবাশিস বসু কবে থেকে হল?’’
একই সঙ্গে মন্দ ভাষায় তিরস্কারও করেছেন অভিযুক্তকে, ‘এই বেজন্মার বিরুদ্ধে পদক্ষেপ করুন’! অভিনেত্রীর দাবি, যে যেমন ব্যবহারের যোগ্য তাকে তেমনটাই ফেরত দিয়েছেন। যদিও তাঁর কিছু অনুরাগীর মতে, শিক্ষিত শ্রীলেখার মুখে ‘সোনা’, ‘দুষ্টু’ ছাড়া বেশি খারাপ ভাষা মানায় না।শ্রীলেখার যুক্তি, আমি নিজে ওই লোকটির প্রোফাইল দেখেছি। লোকটি বিকৃতমনস্ক। বেছে বেছে আমার গ্ল্যামারাস ছবিগুলোই ব্যবহার করেছে। সঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য।
এই ঘটনাও নতুন ঘটেনি অভিনেত্রীর সঙ্গে। জানালেন, আগের এক সাক্ষাৎকারে তিনি আনন্দবাজার ডিজিটালকে প্রথম চুমু নিয়ে বলতে গিয়ে বলেছিলেন, কামড়ে কামড়ে ক্যাডবেরি খান। অর্থাৎ, ক্যাডবেরি খাওয়াটাকে রসিয়ে উপভোগ করেন। সেই শব্দবন্ধ অন্য পোর্টালে ব্যবহৃত হয়েছে বিকৃত ভাবে, ‘শ্রীলেখা কামড়ে কামড়ে চুমু খান’! 
বিরক্ত অভিনেত্রীর প্রশ্ন, নিজেকে নিয়ে তিনি মজা করতে ভালবাসেন। শরীরচর্চা থেকে কাজকর্ম, সবটাই শেয়ার করেন নিজের সোশ্যাল পেজে। কপটতা, মিথ্যাচার নেই সেখানে। তাই কি তাঁকে এত বিরোধিতা, অন্যায়ের মুখোমুখি হতে হয়?অন্যায় থামাতে, ভুয়ো অ্যাকাউন্ট খোলা আটকাতে কী পদক্ষেপ করতে চলেছেন অভিনেত্রী? বললেন, ‘‘ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব ঠিক করেছি। নইলে প্রায় রোজ একটি করে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হবে আমার নামে। রোজ তাহলে সাইবার ক্রাইম দফতরে যেতে হবে’’।  পাশাপাশি, অনুরাগী নেটাগরিকদেরও ভূয়সী প্রশংসা করেছেন তিনি। ‘‘আগে এই ধরনের মন্তব্য দেখলে রিঅ্যাকশন পোস্ট করতাম। এখন দেখছি সোশ্যাল বন্ধুরাই আমার হয়ে মুখ খুলছেন। প্রতিবাদ করছেন। ভাল লাগছে। কৃতজ্ঞ ওঁদের কাছে।’’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat