ব্রেকিং নিউজ :
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা ২৫ এপ্রিল থেকে নড়াইলে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসানসহ দুজন নিহত স্কাউটিংয়ের মূল দর্শন, কর্মসূচি ও কার্যক্রমগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহবান শিক্ষামন্ত্রীর বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান শিল্প ও সংস্কৃতির উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়াতে হবে : তথ্য প্রতিমন্ত্রী টেকসই কৃষি ব্যবস্থা প্রচলনে সরকার কাজ করছে : স্পিকার নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার ঘোষণাপত্রের তাৎপর্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন রিমি
  • প্রকাশিত : ২০২১-০১-০৩
  • ৭৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 সিলেট বিভাগে গত একদিনে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৬ জন,এসময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬ জন,এসময়ে করোনায় সিলেট বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য মতে আজ রোববার (৩ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ২৬ জন। সুস্থদের মধ্যে সিলেট জেলার ২১ ও হবিগঞ্জের ৫ জন বাসিন্দা রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৮৪ জন। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৭৭০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭১ জন, হবিগঞ্জে ১ হাজার ৬০২ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৭৪১ জন সুস্থ হয়েছেন।
এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১১,হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজার জেলার ২ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৩৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ১৭৭, সুনামগঞ্জে ২ হাজার ৫১৫, হবিগঞ্জে ১ হাজার ৯৬২ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৮৩ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে, মৃত ২ জনেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে সিলেট বিভাগের চার জেলায় করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৬৫ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ২০১, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৬ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে বর্তমানে করোনাক্রান্ত হয়ে হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ৩৮ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেট জেলার ৩৫, সুনামগঞ্জের ২ ও হবিগঞ্জের ১ জন রয়েছেন।
অন্যদিকে বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৪৪ জন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় নতুন করে হোম কোয়ারান্টাইনে গেছেন ১১৯ জন, সর্বমোট হোম কোয়ারান্টাইনের মধ্যে সিলেট জেলায় ৪৬৭ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ৭৩ জন। এ সময়ে সুনামগঞ্জ ও হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নতুন করে কেউ হোম কোয়ারান্টাইনে যাননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat