• প্রকাশিত : ২০২১-০২-০৩
  • ৫৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা জেলার লাকসামে ৪০ দিনে জামাতে নামাজ প্রতিযোগিতায় অংশ নিয়ে দেড় শতাধিক শিশু পুরষ্কার পেয়েছে। আজ বেলা ১১ টায় পৌর শহরের ‘বাতাখালি সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন’র উদ্যোগে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনটি নামাজের প্রতি শিশু-কিশোরদের উৎসাহিত করতে গ্রামের ৯টি মসজিদে একযোগে জামাতে নামাজ আদায়ের প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ৭ থেকে ১৩ বছর বয়সী ১৫৩ জন শিশু অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে সেরা ৭ জনকে বাইসাইকেল প্রদান করা হয়। এসময় বাকি ১৪৬ প্রতিযোগিকে উৎসাহমুলক পুরষ্কার প্রদান করা হয়।
বাতাখালী আলেম ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাও. আবু নোমান  বলেন, এটি সত্যিই এক ব্যতিক্রম উদ্যোগ। প্রতিযোগিতায় শিশুরা বেশ আগ্রহের সাথে মসজিদে এসে নামাজ আদায় করেছে। এমন উদ্যোগে উৎসাহিত হয়ে প্রতিযোগিদের মধ্যে অনেকেই স্থায়ীভাবে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat