• প্রকাশিত : ২০১৮-০৪-২৩
  • ৯১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রশ্নের মুখে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
নিজস্ব প্রতিনিধি:- ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য সেরাদের নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। যেখানে সেরা নৃত্য পরিচালক হিসেবে পুরস্কার দেয়া হয়েছে নৃত্য পরিচালক হাবিবকে। সম্প্রতি এই পুরস্কারটা নিয়েই নতুন করে অস্থিরতা শুরু হয়েছে বাংলা চলচ্চিত্রাঙ্গণে। প্রশ্নের মুখে পড়েছে অভিনয়ের ক্ষেত্রে দেয়া দেশের সবচেয়ে সম্মানজনক জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
সেরা নৃত্য পরিচালক হিসেবে হাবিবের নাম ঘোষণা করা হয়েছে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘নিয়তি’ ছবির জন্য। কিন্তু এই পুরস্কার নিয়ে গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ হাবিবই। তিনি দাবি করেছেন, ‘আমি ‘নিয়তি’ ছবিতে কাজই করিনি। কাজেই এই পুরস্কার গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়।’ ‘নিয়তি’ ছবিটি যৌথ ভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। হাবিবের অভিযোগ, ‘বিষয়টি জাজের কর্ণধার আবদুল আজিজের কাছে জানতে চাইলে তিনি সেটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। বলেন, ‘তুমি বলো কাজ করেছো, বাকিটা আমি বুঝে নেব। এ জন্য জাজের সব ছবিতে কাজের অফার দেয়া হয় আমাকে।’ কিন্তু সব অভিযোগই অস্বীকার করেছেন আবদুল আজিজ। এমনকী, ‘নিয়তি’ ছবিটি জাজ প্রযোজনা করেনি বলেও দাবি করেন। তিনি বলেন, ‘আমি হাবিবকে কোনো অফার দেইনি। ও উল্টাপাল্টা কথা বলছে। জানি না ও পাগল হয়ে গেছে কিনা।’ এদিকে, ছবির পরিচালক জাকির হোসেন রাজু জানিয়েছে, ‘হাবিব ‘নিয়তি’ ছবিতে নৃত্য পরিচালক হিসেবে কাজ করেননি।’ এমন জালিয়াতির বিরুদ্ধে গত শনিবার এফডিসিতে সংবাদ সম্মেলন করে ১৮ সংগঠনের সমন্বয়ে গড়া বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফারুক, জায়েদ খান, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, জ্যেষ্ঠ নৃত্য পরিচালক মাসুম বাবুলসহ অনেকে। ছিলেন নৃত্য পরিচালক হাবিবও। তারা সকলেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচারের আওতায় আনার দাবি করেন। চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক নায়ক ফারুক বলেন, ‘চলচ্চিত্রে একটা দেশের সর্বোচ্চ পুরস্কার হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার। হাবিব যে ছবিতে কাজই করেনি, সেই ছবির জন্য তাকে পুরস্কার দেয়া হয়েছে। ভারতীয় নৃত্য পরিচালক দিয়ে কাজ করিয়ে হাবিবের নাম দেয়া হয়েছে। কারণ, ভারতীয় কাউকে দিয়ে কাজ করলে ওয়ার্ক পারমিট থাকতে হয়। এই জালিয়াতির সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। যদি সেটা না করা হয়, তবে আমরা আন্দোলনে যাবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat