ব্রেকিং নিউজ :
ফেনীতে বন্দিদশা থেকে মুক্ত শতাধিক পাখি গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ নাটোরে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২০-০৪-৩০
  • ৭২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতে বৃহস্পতিবার নতুন করে কোভিড-১৯ ভাইরাসে ৬৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে মোট ১ হাজার ৭৪ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৫০ জনে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়। খবর পিটিআই’র।
মন্ত্রণালয় জানায়, কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৮ হাজার ৩২৪ জন সুস্থ হয়ে ওঠায় তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৩ হাজার ৬৫১ জন।
সূত্র জানায়, আক্রান্তদের ১১১ জন বিদেশী নাগরিক।
বুধবার সন্ধ্যা থেকে নতুন করে মোট ৬৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মহারাষ্ট্রে ৩২ জন, গুজরাটে ১৬ জন, মধ্য প্রদেশে ১০ জন, উত্তর প্রদেশে ৩ জন, তামিল নাড়– ও দিল্লীতে ২ জন করে এবং কর্ণাটকে ১ জন মারা গেছে। মোট মৃত ১ হাজার ৭৪ জনের মধ্যে সবচেয়ে বেশী প্রাণ হারিয়েছে মহারাষ্ট্রে। সেখানে ৪৩২ জনের মৃত্যু হয়েছে। এরপরে গুজরাটে ১৯৭ জন, মধ্য প্রদেশে ১২৯ জন, দিল্লীতে ৫৬ জন, রাজস্থানে ৫১ জন, উত্তর প্রদেশে ৩৯ জন এবং অন্ধ্রপ্রদেশে ৩১ জন মারা গেছে।
তামিল নাড়–তে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে, তেলেঙ্গানায় ২৬ জনে এবং পশ্চিম বঙ্গে ২২ জনে, কর্ণাটকে ২১ জনে এবং পাঞ্জাবে ১৯ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত জম্বু ও কাশ্মীরে কোভিড-১৯ ভাইরাসে ৮ জন, কেরালায় ৪ জন, ঝাড়খন্ড ও হরিয়ানায় ৩ জন করে
মারা গেছে। মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, বিহারে করোনায় ২ জন এবং মেঘালয়, হিমাচল প্রদেশ, উড়িষ্যা ও আসামে একজন করে মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat