ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২০-১১-১০
  • ৭৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মোমিনুল হক। তবে তার শরীরে তেমন কোন উপসর্গ নেই।
টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ করোনা পজিটিভ হবার দু’দিন পর আক্রান্ত হলেন মোমিনুল। আক্রান্ত হওয়ায় পিএসএলে প্লে-অফে মুলতান সুলতানসের হয়ে খেলতে পারবেন না মাহমুদুল্লাহ।
বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেন, ‘কোভিড-১৯ পজিটিভ মোমিনুলের। তার কিছু লক্ষণ রয়েছে, যদি খুব বেশি নয়।’
আক্রান্ত হওয়ায় বর্তমানে নিজ বাসায় সেল্ফ-আইসোলেশসে আছেন বাঁ-হাতি ব্যাটসম্যান মোমিনুল।
মোমিনুল জানান, এর আগে কিছুটা লক্ষণ থাকায় পরীক্ষা করা হয়েছিলো। রিপোর্ট পজিটিভ এসেছে।
তিনি বলেন, ‘গতকালের আগের দিন থেকেই আমার কিছুটা জ্বর ছিলো। এছাড়া আমার অন্য কোন উপসর্গ ছিলো না।’
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোমিনুলের স্ত্রীও।
তিনি বলেন, ‘আমরা দু’জনই ঘরে থেকে নিজেদের আলাদা রেখেছি। আমাদের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে প্রার্থনার জন্য অনুরোধ করছি।’
এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন, আবু জায়েদ রাহি, সাইফ হাসান ও মাশরাফি বিন মর্তুজা। পরবর্তী তারা সকলে সুস্থও হয়েছেন।
গেল মাসে অনূর্ধ্ব-১৯ দলের কিছু ক্রিকেটার ও কোচিং স্টাফরাও করোনায় আক্রান্ত হন।
ইতোমধ্যে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। এ মাসের শেষের দিকে পাঁচটি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। আগামী বৃহস্পতিবার প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে।
গেল মাসে শেষ হওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলেছেন মোমিনুল। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ড্রাফটে আছেন তিনি। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায়, আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে তার অংশ নেয়া এখন অনিশ্চিতের মুখে।
সরকারী পরিসংখ্যান অনুসারে, এখন পর্যন্ত বাংলাদেশে ৪ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছে ৬হাজারের বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat