ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২০-১২-০৫
  • ৭৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমালিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও নিরাপত্তা সদস্যদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন। সেখানে তারা আল-সাবাব জঙ্গি গ্রুপের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছিলো। পেন্টাগন শুক্রবার এ খবর জানায়।
পেন্টাগন এক বিবৃতিতে জানায়, ২০২১ সালের প্রথমদিকে সোমালিয়া থেকে যুক্তরাষ্ট্রের বেশীরভাগ নিরাপত্তা সদস্য ও তাদের এ্যাসেট সরিয়ে নেয়ার জন্য ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দেশটির আফ্রিকা কমান্ডকে নির্দেশ দিয়েছেন।
সম্প্রতি ইরাক ও আফগানিস্তান থেকে সেনা সদস্য হ্রাসের নির্দেশের পরে সোমালিয়া থেকে সৈন্য হ্রাসের এই ঘোষণা দেয়া হলো।
আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের উদ্বেগের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রনালয় জোর দিয়ে বলেছে, “আফ্রিকা থেকে সৈন্য প্রত্যাহার অথবা আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হচ্ছে না।”
এতে বলা হয়,“আমরা অব্যাহতভাবে উগ্রবাদী সংগঠনগুলোর সহিংসতা রোধ করবো যাতে তারা আমাদের দেশের জন্য হুমকি না হয়ে ওঠে এবং আমরা প্রধান শক্তিগুলোর প্রতিযোগিতায় আমাদের কৌশলগত সুবিধা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করবো।”
যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ডে অন্যান্য নিরাপত্তা অভিযানে প্রায় ৭০০ সৈন্য এবং সোমালিয়ায় প্রাইভেট নিরাপত্তা সদস্য রয়েছে, তারা উভয়ই আল-সাবাবের ওপর আক্রমন পরিচালনা এবং সোমালি বাহিনীকে প্রশিক্ষণ দেবে।
নভেম্বরের শেষদিকে সিআইয়ের এক কর্মকর্তার মৃত্যুসহ যুক্তরাষ্ট্রের কিছু সেনা সদস্য হতাহত হয়েছে।
ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস মিলার এক সপ্তাহ আগে সোমালিয়া সফর করেছেন।
পেন্টাগন বলেছে, সহিংস জঙ্গি সংগঠন যা যুক্তরাষ্ট্রে স্বার্থ ,অংশীদার ও মিত্রদের জন্য হুমকি পেন্টাগন তাদের দমনে যুক্তরাষ্ট্রের বাহিনীর সহযোগিতার কথা পুনব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat