ব্রেকিং নিউজ :
ফেনীতে বন্দিদশা থেকে মুক্ত শতাধিক পাখি গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ নাটোরে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২০-১২-১৩
  • ৮৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১ জন, নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৭ জন, এবং মৃত্যু হয়েছে ২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ২১জন। নতুন সুস্থদের মধ্যে সকলেই সিলেট জেলার বাসিন্দা। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮১৫ জনে। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৮৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪২৯ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৭৯ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৭২৩ জন সুস্থ হয়েছেন।
এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সকলেই সিলেট জেলার বাসিন্দা। এ বিভাগের অন্য তিন জেলায় কেউ এ ভাইরাসে আক্রান্ত হননি। এ নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১৫ হাজার ৪১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৭৬৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৯১, হবিগঞ্জে ১ হাজার ৯৩১ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৫২ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ২ জনের। মৃত ২ জনই সিলেট জেলার বাসিন্দা। সবমিলিয়ে সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৯১, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ জন, এনিয়ে সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৩ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেট জেলার ৪১ ও হবিগঞ্জের ২ জন রয়েছেন।
অন্যদিকে বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে আছেন ১৯৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ১০০ জন, হবিগঞ্জে ১৮ জন, মৌলভীবাজারে ৭৮ জন। এ সময়ে সুনামগঞ্জ জেলায় নতুন করে কেউ হোম কোয়ারেন্টিনে যাননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat