ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২১-০১-০৫
  • ৬৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে দলে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকরা। তাদের দক্ষতা ও পারফরমেন্সের উপর আস্থার কারণেই নির্বাচকরা দলে নিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত প্রাথমিক দলে তরুণ কেলোয়াড় হিসেবে আছেন- পেসার শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, স্পিনার নাসুম আহমেদ ও ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন।
নির্বাচকরা জানান, দুর্দান্ত পারফরমেন্স তাদের দলে সুযোগ দিতে ও জাতীয় দলের সাথে মানিয়ে নিতে তাদেরকে প্রস্তত করা হচ্ছে।
ঐ চার খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত সর্বশেষ দু’টি আসরে (প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ) দুর্দান্ত পারফরমেন্স করেছেন।
শরিফুলের বিষয়টি কিছুটা ভিন্ন। ঐ দু’টি টুর্নামেন্টের আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলে নিজের যোগ্যতার প্রমান দিয়েছেন তিনি। এছাড়া দীর্ঘদিন ধরেই বিসিবির পাইপলাইনে রয়েছেন । নির্বাচকরা জানান, এখন সময় এসেছে তাকে পরবর্তী ধাপে নিয়ে যাবার।
মেধাবী-উদিয়মান ক্রিকেটার হিসেবে দলে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে ৪২ বলে দেশের ক্রিকেটে দ্রুত সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।
নির্বাচকদের বিশ্বাস তাকে কিছুটা দেখভাল করলে দেশ সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য তাকে দলে নেয়া হয়েছে।
নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘এটি আমাদের প্রাথমিক দল। যারা এখানে নতুন তারা সম্প্রতি ও আগের বেশ কিছু টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করেছেন।’
তিনি আরও বলেন, ‘কিন্তু শরিফুল দীর্ঘদিন ধরেই খেলছে। এমনকি শরিফুল ‘এ’ দলের হয়েও খেলেছে। সে দীর্ঘদিন ধরে আমাদের পাইপলাইনে ছিলো। আমাদের দেখা সবচেয়ে রোমাঞ্চকর খেলোয়াড় ইমন। আমরা তাকে দ্রুত প্রস্তুত হবার সুযোগ দিচ্ছি।’
প্রাথমিক দলের খেলোয়াড়রা দু’টি দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে দু’টি অনুশীলন ম্যাচ খেলবে। ঐ দুই ম্যাচের পারফরমেন্স পর্যবেক্ষন করে চূড়ান্ত দল গঠন করা হবে বলে জানান নির্বাচক হাবিবুল বাশার।
তিনি বলেন, ‘ভবিষ্যতে আমরা এসব খেলোয়াড়কে ব্যবহার করতে পারি। ১৪ ও ১৬ জানুয়ারি দু’টি অনুশীলন ম্যাচের পর আমাদের দল গঠন করতে হবে। আমরা এসব ছেলেদের সুযোগ দিচ্ছি যাতে, তারা বর্তমান জাতীয় দলের সাথে খেলে নিজেদেরকে প্রস্তুত করতে পারে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat