যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে বৃহস্পতিবার একদিনে রেকর্ড প্রায় ৪ হাজার লোকের মৃত্যু হয়েছে। জনস হপকিনস ইউনিভার্সিটি এ কথা জানায়।
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৮টায় (গ্রীনিচ মান সময় শুক্রবার ০১৩০ টা) প্রকাশিত রিপোর্টে বলা হয়, গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৯৯৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৫ হাজার ২৪৬ জন।