ভারতে নতুন করে ১৬ হাজার ৯৪৬ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৫ লাখ ১২ হাজার ৯৩ জন।
সুস্থ হয়েছে এক কোটি এক লাখ ৪৬ হাজার ৭৬৩ জন। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।
দেশটিতে করোনায় নতুন করে মারা গেছে ১৯৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৭২৭ জন।
ভারতে করোনায় অসুস্থ লোকের সংখ্যা তিন লাখের কম। এ সংখ্যা দুই লাখ ১৩ হাজার ৬০৩ জন।