ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২১-০১-১৪
  • ৬৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের আগে নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে আলো ছড়ালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার হাসান মাহমুদ। আজ বিকেএসপিতে এক দিনের ম্যাচে ২১ রানে ৪ উইকেট নেন মাহমুদুল্লাহ একাদশের হয়ে খেলতে নামা হাসান। তার বোলিং নৈপুন্যে মাহমুদুল্লাহ একাদশ ৫ উইকেটে হারায় তামিম একাদশকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ইতোধ্যে প্রাথমিক দল ঘোষনা করা হয়েছে। স্কোয়াডে থাকা খেলোয়াড়রা মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল একাদশের হয়ে দু’ভাগে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে অংশ নেয়।
বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে ওয়ানডে দলে সুযোগের পথ তৈরি করলেন গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি ফরম্যাটে অভিষেক হওয়া হাসান।
হাসানের সাথে পারফরমেন্সে উজ্জল ছিলেন মাহমুদুল্লাহও। তবে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
৪০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭ দশমিক ২ ওভারে ১৬১ রানে অলআউট হয় তামিম একাদশ।
দলের পক্ষে সর্বোচ্চ রান করেন আফিফ হোসেন। ৩২ বলে ৩৫ রান করেন তিনি। আফিফের ইনিংসে ১টি চার ও ৩টি ছক্কা ছিলো। অধিনায়ক তামিম ইকবাল ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৮ রান করেন তিনি। এছাড়া নাজমুল হোসেন শান্ত ২৭ ও সৌম্য সরকার ২৪ রান করেন।
২১ বছর বয়সী হাসানের ৪ উইকেটের সাথে আরেক তরুণ শরিফুল ইসলাম ২৭ রানে ২টি ও অভিজ্ঞ পেসার আল-আমিন হোসেন ৩২ রানে ২টি উইকেট নেন।
জয়ের জন্য ১৬২ রানের লক্ষে খেলতে নেমে ৩ রানে ইয়াসির আলির বিদায়ের পর মাহমুদুল্লাহ একাদশের ওপেনার নাইম শেখ দলকে ভালো শুরু এনে দেন। ৫২ বলে ৪৩ রান করেন নাইম। সাইফুদ্দিনের বলে আউট হবার আগে ৭টি চার মারেন তিনি।
ভালো শুরু করেছিলেন মুশফিকুর রহিমও। কিন্তু বেশি দূর যেতে পারেননি তিনি। ২৮ রান করেন মুশফিক। তবে দলের হাল ধরে অধিনায়কোচিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন মাহমুদুল্লাহ। ৬৪ বলে ৪টি চারে অপরাজিত ৫১ রান করেন তিনি।
অধিনায়ক মাহমুদুল্লাহর ব্যাটিং দৃঢ়তায় ৫ উইকেট হারিয়ে ৩৬ দশমিক ৫ ওভারেই জয়ের স্বাদ পায় দল।
সাইফুদ্দিন-মুস্তাফিজুর রহমান-নাসুম আহমেদ ও মেহেদি হাসান ১টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
তামিম একাদশ : ১৬১/১০, ৩৭.২ ওভার (আফিফ ৩৫, তামিম ২৮, শান্ত ২৭, হাসান ৪/২১, শরিফুল ২/২৭ ও আল-আমিন ২/৩২)।
মাহমুদুল্লাহ একাদশ : ১৬২/৫, ৩৬ দশমিক ৫ ওভার (মাহমুদুল্লাহ ৫১*, নাইম শেখ ৪৩, মুশফিকুর ২৮, মেহেদি হাসান ১/১৬, নাসুম ১/২৯, সাইফুদ্দিন ১/২৯, মুস্তাফিজুর ১/৩৮)।
ফল : মাহমুদুল্লাহ একাদশ ৫ উইকেটে জয়ী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat