দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানীর (কার্যত:) প্রধানকে সোমবার আড়াই বছরের কারাদন্ড দেয়া হয়েছে।
বার্তা সংস্থা ইয়নহুপের খবরে এ কথা বলা হয়।
বিশ্বের বৃহত্তম স্মার্টফোন ও মেমোরি চিফ তৈরির কোম্পানী স্যামসাং ইলেকট্রনিক্সের ভাইস চেয়ারম্যান লী জায়ে ইয়ং ঘুষ ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হওয়ায় তাকে এ সাজা দেয়া হয়।