মেক্সিকোয় করোনাভাইরাসে মৃতের সংখ্যা দেড়লাখ ছাড়িয়েছে। দেশটির সরকার সোমবার এ কথা জানায়।
এর একদিন আগে দেশটির প্রেসিডেন্ট এন্ড্রুজ ম্যানুয়েল লোপেজ ওবারদ’র করোনা ভাইরাসে আক্রান্তের খবর জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে নতুন করে ৬৫৯ জন করোনায় মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ২৭৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৭০ হাজার। দেশটির মোট জনসংখ্যা ১২ কোটি ৮০ লাখ। নতুন করে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৫২১ জন।
লোপেজ ওবারদর (৬৭) রোববার জানিয়েছেন করোনার মৃদু উগসর্গ দেখা দেয়ায় তিনি চিকিৎসা নিচ্ছেন।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মেক্সিকো সিটিতে মধ্য ডিসেম্বর থেকে সর্বোচ্চ সতর্কতাবস্থা নেয়া হয়েছে। এছাড়া ২৪ ডিসেম্বর থেকে দেশটিতে টিকা দেয়ার কাজও শুরু হয়েছে।