পূর্ব জাভা প্রদেশের জেম্বার জেলাাটি একফুট বন্যার পানির নীচে নিমজ্জিত হয়ে কমপক্ষে ৪৩৬ বাড়ি ডুবে গেছে। জেম্বার আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপণা সংস্থা শনিবার এ কথা জানিয়েছে। খবর এএপি’র।
দুর্যোগ ব্যবস্থাপণা সংস্থার জরুরি ও ত্রাণ ব্যবস্থাপণা বিভাগের প্রধান হেরু উইদাগদো জানিয়েছেন, একটি স্কুল ভবন ও দুটি উপাসনালয়ও বন্যায় প্লাবিত হয়েছে । অদ্যাবধি হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তেমন কিছুর আশঙ্কা নেই বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বেদাডং নদীতে উপচে পড়া বন্যার ফলে সাতটি উপ- জেলার বসতি জলাবদ্ধ হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাসিন্দাদের, বিশেষত প্রবীণ ও শিশুদের জলাবদ্ধ এলাকা থেকে সরিয়ে নিয়েছে।
এদিকে, বেশ ক’টি এলাকায় ইতোমধ্যেই বন্যার পানি হ্রাস পেতে শুরু করেছে। তবে বৃষ্টিপাত এখনও বেশি হওয়ার কারণে বাসিন্দাদের জন্য বন্যার পূর্বাভাস ও সতর্কতা অব্যাহত রয়েছে।