উগান্ডায় সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় কাসেসি জেলায় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।একটি মানবাধিকার সংস্থা এ খবর জানিয়েছে।
উগান্ডা রেড ক্রস সোসাইটির যোগাযোগ কর্মকর্তা আইরিন নাকাসিতা বুধবার জানায়, যাত্রীবহনকারী একটি ট্রাকের সাথে গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এসব যাত্রী অন্তেষ্ট্যিক্রিয়ায় যোগ দিতে যাচ্ছিল।
তিনি আরো বলেন, নির্মাণাধীন সড়কটি ছিল খুবই সংকীর্ণ। দুর্ঘটনার সময় অন্ধকার নেমে এসেছিল। দুর্ঘটনায় পড়া ট্রাক ও কারের সাথে কাসেসি থেকে আরো দুটি লরি এসে যুক্ত হয়। এরপর বুন্দিবোগিয়ো থেকে আরো একটি গাড়ি যুক্ত হয়। মোট পাঁচটি গাড়ি দুর্ঘটনাস্থলে যুক্ত হয়ে পড়ে। এতে ৩২ জন নিহত এবং পাঁচজন আহত হয়।
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রতি বছর প্রায় ২০ হাজার সড়ক দুর্ঘটনা ঘটে। এতে দুই হাজারেরও বেশি লোক প্রাণ হারায়।