নাইজেরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ওয়ো রাজ্যে বুধবার এক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে। পরে আহতদের হাসপতালে ভর্তি করা হয়। সরকারি সংস্থা একথা জানিয়েছে। খবর সিনহুয়ার। ওয়োর রাজধানী নগরী ইবাদানে দেশটির ফেডারেল রোড সেফটি কর্পস (এফআরএসসি) সাংবাদিকদের জানিয়েছে, ওয়ো-ওগবোমোশো মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মানুষ ও পশুপ্রাণী বহন করা একটি ট্রাক উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে যাওয়ায় এসব লোক প্রাণ হারায়। দুর্ঘটনার সময় গাড়িটির গতি অনেক বেশি ছিল বলেও জানানো হয়। এফআরএসসি’র রাজ্য কমান্ডার উচি চুকওয়ারাহ জানান, মোট ১৫ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, পুলিশ এ দুর্ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করেছে। নাইজেরিয়ায় অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই, খারাপ যোগাযোগ ব্যবস্থা ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে।