মিয়ানমারের ইয়াঙ্গুনে রোববার সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে হাজার হাজার লোক বিক্ষোভ সমাবেশ করেছে। দ্বিতীয় দিনের মতো দেশটির বৃহত্তম এ শহরে সমাবেশ করলো বিক্ষোভকারীরা।
ইন্টারনেট বন্ধ রেখেও নির্বাচিত নেতা অং সান সুচির কাছ থেকে সেনাবাহিনীর ক্ষমতা ছিনিয়ে নেয়ার বিরুদ্ধে ক্ষোভ দমিয়ে রাখা যায়নি।
একজন বিক্ষোভকারী, নাম মিও উইন। বয়স ৩৭ বছর। সমাবেশে অংশ নিয়ে বলেছে, আমরা এগিয়ে যাবো এবং গণতন্ত্র না পাওয়া পর্যন্ত আমাদের দাবি জানানো অব্যাহত রাখবো।
অপর প্রতিবাদকারীরা যেসব ব্যানার বহন করছিল তাতে লেখা ছিল, ‘আমরা সামরিক নেতৃত্ব চাই না’।
ইয়াঙ্গুন ইউনিভার্সিটির কাছে সমাবেশ স্থলে পুলিশ মোতায়েন ছিল। কাছাকাছি দাঙ্গা পুলিশও অবস্থান নিয়েছিল।
মিয়াত সু কায়ো নামের ২৭ বছর বয়সী এক প্রতিবাদকারী বলছিল, ‘দীর্ঘসময় ধরে সামরিক একনায়কতন্ত্র আমাদের দেশে শেকড় গজিয়ে বসেছে। আমাদেরকে অবশ্যই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’।