ভারতে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে শুক্রবার কমপক্ষে ১৯ জনের প্রাণহানি ঘটেছে এবং অন্তত: কয়েক ডজন আহত হয়েছে। কর্তৃপক্ষ শনিবার এ কথা জানায়।
তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলায় শুক্রবার বিকেলে ঘটে যাওয়া এই বিস্ফোরণটি সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে ঘটে যাওয়া অন্যতম মারাত্মক দুঘটনা। খবর এএফপি’র।
স্থানীয় কর্মকর্তা আর কানন এএফপিকে বলেছেন, মৃতের সংখ্যা বেড়ে যেতে পারে। কারন, বিষ্ফোরণের সময় কারখানায় প্রায় ৭৪ জন উপস্থিত ছিল। তিনি জানান, এখন পর্যন্ত আহত ৩৪ জনের চিকিৎসা চলছে। আহতদের কারো কারো অবস্থা আশংকাজনক।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে, কারখানাটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। দ্য নিউজমিনিট জানিয়েছে, মালিক নিখোঁজ রয়েছে ও পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারগুলোর জন্য ২ লাখ রুপি (২,৭০০ মার্কিন ডলার) ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।