মিয়ানমারের নেপিদোতে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে গত সপ্তাহে সাধারণ মানুষের বিক্ষোভ চলাকালে মাথায় গুলি লাগা ২০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্র একথা জানায়। খবর এএফপি’র।
নাম প্রকাশ না করার শর্তে ওই হাসপাতালের এক চিকিৎসক বলেন, ‘আমরা স্থানীয় সময় বেলা ১১ টায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছি। তার লাশ পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়েছি।’
এদিকে বিবিসি’র খবরে বলা হয়, ওই নারীর নাম মিয়া থতে থতে খাইং। মায়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভে এই প্রথম কোন বিক্ষোভকারী প্রাণ হারালো। রাজধানী নেপিদোতে ৯ ফেব্রুয়ারি বিক্ষোভকালে এই নারী আহত হন। এদিন সেখানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে এবং রাবার বুলেট ও গুলি ছুড়ে।
খবরে বলা হয়, মিয়া থতে থতে খাইংয়ের অবস্থা আহত হওয়ার পর থেকেই গুরুতর ছিল।