মিয়ানমার পুলিশ ইয়াংগুনে শনিবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ব্যবহার করেছে।গত ১ ফেব্রুয়ারি দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সুচিসহ গুরুত্বপূর্ণ অনেক নেতাকে আটকের পর থেকে তাদের মুক্তির দাবি ও সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
শনিবার পুলিশ বিক্ষোভকারীদের পিছু ধাওয়া করে। এ সময়ে তারা রাবার বুলেট ব্যবহার করে। তবে পুলিশ তাজা গুলি ব্যবহার করেছে কিনা তা স্পষ্ট নয়।
সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত শত লোকসহ অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর লোকজন শনিবার মায়ানিগন চত্বরে জড়ো হয়। পুলিশ এসে সাংবাদিকসহ তাদের পিছু ধাওয়া করে। এ সময়ে বিক্ষোভকারীরা আশেপাশের ভবনগুলোতে আশ্রয় নেয়।
স্থানীয় সাংবাদিকরা ফেসবুকে পুলিশী ধাওয়া ও রাবার বুলেট ছোঁড়ার ঘটনা সরাসরি সম্প্রচার করে। এ সময়ে তিন সাংবাদিককে গ্রেফাতার করা হয়।এদিকে বিক্ষোভকারীরা জয় না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।