ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল বোমা হামলা চালিয়ে উড়িয়ে দেয়ার ধাপ্পাবাজিমূলক টেলিফোনের পর বৃহস্পতিবার বিশ্বের এই ঐতিহাসিক স্থাপনা দ্রুত খালি করে ফেলা হয়। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর পিটিআই’র।
তারা জানান, অজ্ঞাতনামা এক ব্যক্তি সকাল সাড়ে ৯ টার দিকে উত্তর প্রদেশ পুলিশের জরুরি ১১২ নম্বরে ফোন করে এবং সে দাবি করে এ স্মৃতিস্তম্ভের অভ্যন্তরে একটি বোমা পেতে রাখা হয়েছে।
এমন টেলিফোন পাওয়ার পরপরই উত্তর প্রদেশ পুলিশ সেন্টাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সকে (সিআইএসএফ) অবহিত করে। তারা ১৭ শতকের এ ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ প্রাঙ্গন খালি করতে পরিদর্শকদের প্রতি আহ্বান জানান। এরপর সকাল ৯ টা ১৫ মিনিটের দিকে নাশকতা দমনে তল্লাশি অভিযান শুরু করে।
দিল্লীতে সিআইএসএফের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘সন্দেহজনক কিছু না পাওয়ায় এ তল্লাশি অভিযান প্রায় শেষ করা হয়েছে।’
ওই কর্মকর্তা বলেন, এ ধাপ্পাবাজিমূলক টেলিফোন উত্তর প্রদেশের ফিরোজাবাদ থেকে করা হয় বলে জানা গেছে।