চীন তার আভ্যন্তরীণ ভ্রমণকারীদের জন্যে স্বাস্থ্য সার্টিফিকেট কর্মসূচি চালু করেছে। বিশ্বে চীনই প্রথম এ উদ্যোগ নিয়েছে।
কাগুজে এ সার্টিফিকেট বিশ্বে প্রথম ‘ভাইরাস সার্টিফিকেট’ হিসেবে পরিচিতি পাচ্ছে। ডিজিটাল এ সার্টিফিকেটে ব্যবহারকারীর টিকা ও ভাইরাস পরীক্ষা সংক্রান্ত তথ্য উল্লেখ থাকবে। চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইচ্যাটের মাধ্যমে চীনা নাগরিকরা এ সার্টিফিকেট পাবে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে সহায়তা এবং আন্তঃসীমান্ত ভ্রমণ সহজ করার লক্ষ্যে এ সার্টিফিকেট দেয়া হচেছ।
এদিকে, বিশ্বের অন্যান্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনও এ ধরনের স্বাস্থ্য সার্টিফিকেট দেয়ার বিষয়টি বিবেচনা করছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও ভ্যাকসিন বিষয়ক ‘গ্রিন পাস’ দেয়া নিয়ে কাজ করছে। এই পাস নিয়ে নাগরিকরা সদস্য দেশগুলো ছাড়াও বিদেশে ভ্রমণে যেতে পারবে।
চীনের সরকারি সংবাদ মাধ্যম সিনহুয়ার খবরে সোমবার বলা হয়েছে, তারা তাদের কর্মসূচিতে কিউআর কোড অন্তর্ভূক্ত রেখেছে। যাতে অন্যান্য দেশ ভ্রমণকারীর স্বাস্থ্যগত তথ্য পেতে পারে।
চীনে ইতোমধ্যে আভ্যন্তরীণ পরিবহনসহ অনেক পাবলিক প্লেসে প্রবেশের জন্যে ‘কিউআর হেলথ কোড’সহ অন্যান্য চীনা স্মার্টফোন অ্যাপ প্রয়োজন হয়ে পড়ছে। এসব অ্যাপ ব্যবহারকারীর স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে সবুজ সংকেত দেবে।
তবে এসব পদ্ধতির মাধ্যমে সরকারের নজরদারি আরো সম্প্রসারিত হবে বলেই সমালোচকেরা মনে করছেন।