ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে ২ হাজার ২৮৬ জন প্রাণ হারিয়েছে। দেশটিতে উদ্বেগজনকভাবে মৃত্যু সংখ্যা বেড়ে যেতে দেখা যাচ্ছে। এর ফলে এই প্রথম করোনায় মৃত্যু আগের রেকর্ড অতিক্রম করলো। খবর এএফপি’র।
২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ ব্রাজিল করোনাভাইরাস মোকাবেলায় লড়াই করে যাচ্ছে। এ মহামারিতে মৃত্যুর দিক থেকে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে থাকা দেশটিতে করোনা পরিস্থিতির অবনতির কারণে অনেক হাসপাতালের বেড আর খালি নেই।
ব্রাজিলে এনিয়ে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ৭০ হাজার ৬৫৬ জনে দাঁড়ালো। এক্ষেত্রে বেকলমাত্র যুক্তরাষ্ট্র ব্রাজিলের আগের অবস্থানে রয়েছে।
এদিকে করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে বিশ্বে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে থাকা ব্রাজিলে বুধবার প্রায় ৮০ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে।