করোনাভাইরাসের নতুন ধরনের ঝুঁকির কারণে ব্রিটেন ভ্রমণের ক্ষেত্রে স্বল্প সময়ের জন্যে ফ্রান্সকে ‘লাল তালিকা’ ভুক্ত ও সীমান্তে কড়াকড়ি আরোপ করতে পারে। বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার এ কথা বলেন।
ফ্রান্সে তৃতীয় দফার সংক্রমণ চলছে। বুধবার দেশটি লিয়ন নগরীসহ আরো তিনটি এলাকায় লকডাউনের সময় বাড়িয়েছে।
ফ্রান্সে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের করোনার ধরণের ব্যাপকতার কারণে উদ্বেগ তৈরি হয়েছে। করোনার এ ধরন অনেক বেশি সংক্রামক।
ব্রিটেনের সাথে ভ্রমণের ক্ষেত্রে ফ্রান্স কেন লাল তালিকায় নেই সিনিয়র এমপিদের এমন প্রশ্নের জবাবে জনসন বলেন, আমরা কঠোর পদক্ষেপ নেয়ার বিষয়টি উড়িয়ে দিচ্ছি না। প্রয়োজন হলে সে ধরনের পদক্ষেপই নেয়া হবে।
তিনি আরো বলেন, যতো কঠোরই হোক আমাদের সিদ্ধান্ত নিতে হবে। জনস্বাস্থ্যের জন্যে প্রয়োজন মনে করলে এবং নতুন ধরনের ভাইরাসের প্রবাহ বন্ধে আমরা কঠোর পদক্ষেপই নেবো।
খুব শিগগীরই এ পদক্ষেপ নেয়া হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস হুইটি ও তার ডেপুটি জনাথন ভ্যান ট্যাম সীমান্তে কড়াকড়ি আরোপে জনসনের ওপর চাপ অব্যাহত রেখেছেন।