ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২১-০৪-০৩
  • ৭৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটে গত একদিনে মহামারি করোনা ভাইরাসে নতুনকরে আক্রান্ত হয়েছেন আরও ৫৬ জন,এসময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন হয়েছেন ১৬ জন।
শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৫৬ জনের মধ্যে সিলেট জেলায় ৩৬,সুনামগঞ্জে ৭, হবিগঞ্জের ১১ ও মৌলভীবাজার জেলার২ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনায় প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৬৩ জন।এরমধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৯২৯ জন,সুনামগঞ্জে ২ হাজার ৬০৮জন,হবিগঞ্জে ২ হাজার ৬৯ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৫৭ জন রয়েছেন।
এদিকে গত একদিনে সিলেট বিভাগে করোনা থেকে নতুন করে সুস্হ্য হয়ে উঠেছেন আরও ১৬ জন, সুস্থ্য হওয়াদের মধ্যে সকলেই সিলেট জেলার বাসিন্দ।এ নিয়ে সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৬ হাজার ২৩০ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ হাজার ৭৯,সুনামগঞ্জের ২ হাজার ৫৩২,হবিগঞ্জের ১ হাজার ৬৯৫ ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৯২৪ জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় অর্থাৎ একদিনে করোনাক্রান্ত হয়ে সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি।এ এপর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকের সংখ্যা মোট ২৯১ জনে দাড়িয়েছে। এরমধ্যে সিলেট জেলার ২২৪ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৭ জন এবং মৌলভীবাজারের ২৪ জন।
অন্যদিকে সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্থী হয়েছেন আরও ৮ জন, এ নিয়ে বর্তমানে মোট ৯৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন,যাদের মধ্যে সিলেটে ৮৭, সুনামগঞ্জে ২,হবিগঞ্জে ১ ও মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন। অপরদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ২৯ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এনিয়ে সিলেট বিভাগে মোট হোম কোয়ারেন্টাইনরত আছেন ৪৯৬ জন,এরমধ্যে সিলেট জেলায় ৪২১,হবিগঞ্জে ৪ ও মৌলভীবাজার জেলায় ৭১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat