ভারতে যে কোন সময়ের তুলনায় একদিনে সর্বোচ্চ সংখ্যক লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, নতুন করে একদিনে ১ লাখ ৩ হাজার ৫৫৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৬৭ জন।
এর আগে গতবছর ১৭ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা ছিল ৯৭ হাজার ৮৯৪ জন। ভারতে সংক্রমণ শুরুর পর একদিনে সংক্রমণের এটিই ছিল সর্বোচ্চ সংখ্যা।
দেশটিতে নতুন করে মারা গেছে ৪৭৮ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ১০১ জন।
এদিকে বর্তমানে দেশটিতে করোনায় অসুস্থ লোকের সংখ্যা সাত লাখ ৪১ হাজার ৮৩০ জন যা মোট সংক্রমণের ৫.৮৯ শতাংশ। সুস্থতার হার কমে হয়েছে ৯২.৮০ শতাংশ।