বাকিংহাম প্যালেস ঘোষণা করেছে, গত কয়েক দশক ধরে রানী দ্বিতীয় এলিজাবেথের নিরন্তর পাশে থাকা ব্রিটেনের প্রিন্স ফিলিপ শুক্রবার ৯৯ বছর বয়সে মারা গেছেন।
সাবেক এই নৌ-কমান্ডার তার জীবনের বেশিরভাগ সময় দাতব্য কাজে রানীর সঙ্গী হিসাবে উৎসর্গ করেছিলেন।
গত ১৬ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং এর এক মাস পর তিনি বাড়ি ফিরেন। এ সময় তার হৃদযন্ত্রের অবস্থা এবং সংক্রমণের জন্য চিকিৎসা করা হয়।
ফিলিপ ২০১৭ সালে ৯৬ বছর বয়সে পাবলিক দায়িত্ব থেকে অবসর নেন। জুন মাসে তার ১০০ তম জন্মদিনের ঠিক কয়েক মাস আগে তিনি মারা গেলেন।
এই দম্পতি গত নভেম্বরে তাদের ৭৩ তম বিবাহবার্ষিকী উদযাপন করেন। কোভিড-১৯ ঝুঁকির কারণে তারা লন্ডনের পশ্চিমে উইন্ডসর ক্যাসলে মূলত বিচ্ছিন্নভাবে বসবাস করছিলেন।
ফিলিপ এবং রানী জানুয়ারিতে ভাইরাসের প্রতিরোধে প্রথম টিকা গ্রহণ করেন।