ভারতে বুধবার করোনাভাইরাসে মৃত্যু দুই লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘন্টায় প্রথমবারের মতো তিন হাজারেরও বেশি লোক মারা গেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে জানা গেছে, করোনা মহামারিতে এ পর্যন্ত দেশটিতে ২ লাখ ১ হাজার ১৮৭ জন মারা গেছে। তবে অনেক বিশেষজ্ঞরা ধারনা করছেন, প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে।
ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬০ হাজার লোক। এ নিয়ে মোট সংক্রমনের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮০ লাখ। কেবলমাত্র চলতি মাসেই দেশটিতে প্রায় ৬০ লাখ লোক নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।