বিশ্ব স্বাস্থ্য সংস্থা সকর্ত করে দিয়ে বলেছে, ভ্যাকসিন সরবরাহে বিলম্ব, ধীরগতিতে টিকাদান এবং নতুন ভ্যারিয়ান্টের কারণে আফ্রিকায় নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।
জাতিসংঘের সংস্থাটির আফ্রিকান ব্যুরো বলেছে, বাদ বাকি বিশ্বের সঙ্গে টিকা দান না হলে এই মহাদেশে খারাপ অবস্থা তৈরি হবে।
ব্যুরো এক বিবৃতিতে জানায়,‘ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন সরবরাহে বিলম্ব, ভ্যাকসিনের মজুদে বিলম্ব এবং নতুন ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়ায় আফ্রিকা অত্যন্ত উচ্চ সংক্রমণ ঝুঁকির মধ্যে রয়েছে।’
এতে বলা হয়, ভারত এবং দক্ষিণ আফ্রিকার ভাইরাস ভ্যারিযেন্টের মতো নতুন ভ্যারিয়ান্ট মহাদেশটিতে সংক্রমণের ‘তৃতীয় ওয়েব’ হিসেবে ছড়িয়ে পড়তে পারে।
হু’র আঞ্চলিক পরিচালক মাতস হিডিসো মোতেই বলেছেন, ‘ভারতের ট্রাজেডি আফ্রিকায় এখনো ঘটেনি তবে আমাদের যথাসম্ভব সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’
‘আমরা ভ্যাকসিনের সুষম বন্টনের ন্যায্যতার আহবান জানিয়েছি, আফ্রিকাকে নিজেদের সামর্থ জোরালো এবং তা পুরোপুরি কাজে লাগাতে হবে। আমাদের সকল জনগণকে ভ্যাকসিনের ডোজ পেতে হবে।’
নাম উল্লেখ না করে হু বলেছে, কিছ ুআফ্রিকার দেশ ভ্যাকসিন মজুদ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে আফ্রিকা এখন পর্যন্ত মাত্র ৩৭ মিলিয়নের অর্ধেক লোক ভ্যাকসিন গ্রহণ করেছে।