ঘূর্ণিঝড় সতর্কতার প্রেক্ষিতে মুম্বাইয়ের বেসরকারি ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরটিকে (সিএসএমআইএ) সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এর কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে। খবর পিটিআই-এর।
সিএসএমআইএ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “মুম্বাই বিমানবন্দরে পরিচালিত কার্যক্রম ১৭ ই মে স্থানীয় সময় সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বন্ধ রাখতে হবে।।”
ভারত আবহাওয়া অধিদফতর (আইএমডি) মুম্বাইয়ে কমলা সতর্কতা জারি করেছে। সোমবার তীব্র ঘূর্ণিঝড় তুয়াটকয় মুম্বাই উপকূলের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা থাকায় প্রবল বাতাসের সাথে বিভিন্ন জায়গায় খুব ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।