পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য করোনায় আক্রান্ত হয়েছেন। ডাক্তাররা তাকে বাড়িতেই আইসোলেশানে থাকার পরামর্শ দিয়েছেন।
দেশটির স্বাস্থ্য দপ্তর খবরটি নিশ্চিত করেছে।
বুদ্ধদেব ভট্টাচার্যেও (৭৭) স্ত্রী মীরা ভট্টাচার্যও করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দেশটির স্বাস্থ্য দপ্তরের খবরে বলা হয়েছে, ওইদিন সকালে বুদ্ধদেব, তার স্ত্রী ও তাদের সহকারীর নমুনা সংগ্রহ করা হয়। এতে তাদের করোনা পজিটিভ শনাক্ত হয়।
হাসপাতালে মীরা ভট্টাচার্যের জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
এদিকে বাড়িতে ডাক্তারদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য।