জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন বিষয়ক বিশেষ সংস্থা (আইসিএও) ২৩ মে ইউরোপের একটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন এবং ভিন্নমতাবলম্বি এক ব্যক্তিকে গ্রেফতার করার ঘটনায়বেলারুশের বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছে। বৃহস্পতিবার তারা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এ সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও) কাউন্সিল এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে এই সিদ্ধান্ত গ্রহণ করে।
এতে আরো বলা হয়, এ সংস্থার বৈঠকে ওই দিন আসলে কি ঘটেছিল তা অনুসন্ধানের এবং আন্তর্জাকি সংস্থা আইসিএও’র কোন সদস্য দেশ এ সংস্থার কোন বিধি লঙ্ঘন করেছিল কিনা তা জানার ওপর বেশি জোর দেয়া হয়।