মার্কিন ভাইস- প্রেসিডেন্ট কমলা হ্যারিস রোববার গুয়াতেমালায় পৌঁছেছেন। যা কোভিড -১৯ দ্বারা ক্ষতিগ্রস্থ একটি অঞ্চলে “আশার” বার্তা বয়ে এনেছে। খবর এএফপি’র।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে দেশটি সর্বাধিক অনিবন্ধিত অভিবাসীদের উৎস।মেক্সিকোয় পদার্পন হবে প্রেসিডেন্ট জো বাইডেনের সহকারী হিসেবে হ্যারিসের প্রথম বিদেশ যাত্রা। তিনি এই অঞ্চল থেকে অভিবাসনের মূল কারণগুলি মোকাবিলার দিকে নজর রেখে যাত্রা করছেন। বিষয়টি নিয়ে হোয়াইট হাউস এক তীব্র সমস্যার মুখোমুখি।
রোববার সন্ধ্যায় তিনি গুয়াতেমালা সিটির বাইরে একটি বিমানবাহিনীর ঘাঁটিতে পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী প্যাড্রো ব্রোলো ও মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম পপ তাকে স্বাগত জাানান। তিনি শহরে পৌঁছে টুইটারে লিখেন, ” ভাইস- প্রেসিডেন্ট হিসেবে আমার প্রথম আন্তর্জাতিক সফরে আমি গুয়াতেমালা সিটিতে আছি।” তিনি সেখানে প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামত্তেই, সেখানকার কমিউনিটি ও ব্যবসায়ী নেতাদের সাথে সাক্ষাত করবেন।
গিয়ামাত্তে হ্যারিসকে অত্যন্ত আন্তরিকতার সাথে স্বাগত জানান।