প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের ভূখন্ডগত অখন্ডতা রক্ষার জন্য সোমবার যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্নিশ্চিত করেছেন এবং দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। রাশিয়া তাদের সীমান্তে সৈন্য জড়ো করার পর বাইডেন এ সমর্থনের কথা ব্যক্ত করলেন। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, বাইডেন জেলানস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং তিনি এই গ্রীস্মে হোয়াইট হাউসে তাকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন।
আগামী সপ্তাহে জেনেভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে বাইডেনের সম্মেলনের প্রাক্কালে ইউক্রেনের প্রতি সমর্থন জানানোর লক্ষ্যে ইউক্রেনের প্রেসিডেন্টকে জুলাইয়ে ওয়াশিংটন সফরের এ আমন্ত্রণ জানানো হয়।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পিসাকি জানান, এ দুই নেতা দেশ দু’টির অভ্যন্তরীণ মূল্যবোধ শেয়ার করা এবং ইউক্রেনের ইউরো-আটলান্টিক আকাঙ্খার বিষয় নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, বাইডেন ডনবাস ও ক্রিমিয়ায় রাশিয়ার চলমান আগ্রাসনের মুখে ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখন্ডগত অখন্ডতা রক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবিচল প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট জেলানস্কি বাইডেনের আমন্ত্রণ গ্রহণের কথা জানিয়েছেন।
তিনি বলেন, তাদের ফোনালাপের সময় বাইডেন ন্যাটোতে ইউক্রেনের যোগ দেয়ার উপায় বের করার জন্য ফের সমর্থন জানানোর কথা ব্যক্ত করেন।
ইউক্রেনকে ৯ লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহে যুক্তরাষ্ট্র পরিকল্পনা গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলানস্কি ।