ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের একটি আবাসিক ভবন ধসে আট শিশুসহ ১১ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরো সাতজন।
ভারতীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ কথা জানায়।
মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
বুধবার রাতে মুম্বাইয়ের মালাদ এলাকায় বহুতল একটি ভবন পাশের বস্তির ওপর ভেঙে পড়ে। এতে হতাহত ছাড়াও কিছু লোক নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। এছাড়া আশপাশের বাসিন্দাদেরও সরিয়ে নেয়া হয়েছে।
আহতদের মধ্যে ছয় জনের অবস্থা স্থিতিশীল রয়েছে। বাকী একজন নারী আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।
মুম্বাই সিটি কর্তৃপক্ষ ইন্ডিয়ান এক্সপ্রেস ডেইলিকে জানিয়েছে, ধ্বংসস্তুপের ভেতর এখনও তিন জন চাপা পড়ে আছে বলে আশংকা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।