উত্তর সিরিয়ার একটি ডিভাইস বিষ্ফোরোণে টহলদলের এক রুশ সেনা নিহত ও অপর তিন আহত হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার রুশ বার্তা সংস্থাগুলো এ কথা জানায়। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘৯ জুন, সিরিয়ার আরব প্রজাতন্ত্রের হাসাকাহ প্রদেশে রুশ সেনা পুলিশের একটি টহল চলাকালীন একটি সাঁজোয়া গাড়ি থেকে একটি অজ্ঞাতনামা ডিভাইস আঘাত করলে এতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এক রুশ কর্মচারী মারা গেছেন। আহত তিন সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা স্থিতিশীল রয়েছেন।’