ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ‘অবিনশ্বর’ হিসেবে অভিহিত করে তাদের মধ্যকার এমন সম্পর্কের প্রশংসা করেন। জি৭ নেতাদের সম্মেলন শুরু হওয়ার প্রাক্কালে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার প্রথম সাক্ষাতের পর তিনি এ কথা বলেন। সম্মেলনটি শুক্রবার শুরু হয়েছে। খবর এএফপি’র।
শুক্রবার সকালে বিবিসি’কে দেয়া এক সাক্ষাতকারে জনসন বলেন, ‘এ দু’দেশের সম্পর্ককে আপনারা ‘গভীর ও অর্থবহ’ বলতে পারেন। এমনকি আপনারা চাইলে এ সম্পর্ককে ‘অবিনশ্বর সম্পর্ক’বলতে পারেন।
তিনি আরো বলেন, ‘দীর্ঘ দিন ধরেই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থায়ী সম্পর্ক বজায় রয়েছে। আর এই সম্পর্ক ইউরোপ ও বিশ্বের অন্যান্য দেশের শান্তি ও সমৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, বৃহস্পতিবার তাদের সরাসরি সাক্ষাতের সময় এ দুই নেতা নর্দার্ন আয়ারল্যান্ডে বেক্সিট প্রবর্তিত ভাঙ্গনসহ প্রায় ২৫টি বিষয় নিয়ে আলোচনা করেন।