ব্রাজিলে শুক্রবার একদিনে করোনায় ২ হাজার ২১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়ছে ৮৫ হাজার ১৪৯ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশব্যাপী মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৪ হাজার ২৩৫ জন। মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৭২ লাখ ৯৬ হাজার ১১৮ জন।
ব্রাজিলের সরকার পরিচালিত চিকিৎসা গবেষণা কেন্দ্র অসওয়ালডো ক্রুস এক নিউজ লেটারে জানায়, দেশের বেশীর ভাগ এলাকায় কোভিড ১৯ রোগিরা হাসপাতালের ৮০ শতাংশের বেশী নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) দখল করে রেখেছে।
মাতোগ্রসো দো সুল এবং পারানাসহ কিছু রাজ্যে ৯৫ শতাংশ আইসিইউতে করোনা রোগী ভর্তি রয়েছে।
ব্রাজিলে দৈনিক গড়ে ১ হাজার ৯১৩ জনের করোনায় মৃত্যু হচ্ছে, দেশটির ২৩.৫ মিলিয়ন অথবা ১১.১১ শতাংশ লোক করোনার দুই ডোজ টিকা গ্রহণ করেছেএবং ৫২.৭ শতাংশ অথবা ২৪.৯ শতাংশ প্রথম ডোজ গ্রহন করেছে।
করোনায় মৃত্যুর হিসাবে যুক্তরাষ্ট্রের পরে ব্রাজিল দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং সংক্রমণের হিসাবে যুক্তরাষ্ট্র ও ভারতের পরে তৃতীয় অবস্থানে রয়েছে।