পেন্টাগন রোববার জানিয়েছে, তারা সিরিয়া-ইরাক সীমান্তে ‘ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপ ব্যবহৃত বিভিন্ন স্থাপনা’ লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে এমন বিভিন্ন স্থাপনার ওপর ধারাবাহিক হামলার পর প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতির প্রেক্ষিতে এ বিমান হামলা চালানো হয় বলে তারা জানায়। খবর এএফপি’র।
পেন্টাগন প্রেস সেক্রেটারি জন কির্বি এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী আজ সন্ধ্যার দিকে ইরাক-সিরিয়া সীমান্ত অঞ্চলে ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপ ব্যবহৃত বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে নির্ভুলভাবে আত্মরক্ষামূলক এ বিমান হামলা চালায়।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘ইরাকে মার্কিন স্বার্থ লক্ষ্য করে ইরান সমর্থিত বিভিন্ন গ্রুপ বারবার হামলা চালানোর পর এসব বিমান হামলা চালানো হলো।’