ব্রিটিশ উপকূলে পৌঁছানোর লক্ষে চ্যানেল পাড়ি দিতে যাওয়া একশরও বেশি অভিবাসীকে শুক্রবার উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ২৯ শিশু রয়েছে।
তারা হাতে বানানো ছয়টি নৌকার সাহায্যে চ্যানেল পাড়ি দেয়ার চেষ্টা করে।
ফ্রান্সের নৌ কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
সূত্র মতে, ফরাসী উদ্ধারকারীরা প্রথমে উত্তরাঞ্চলীয় ফরাসী উপকূলে সংকটে পড়া একটি নৌকা থেকে ৫৫ জনকে উদ্ধার করে। এদের মধ্যে ১৪ জন নারী ও ২৬ শিশু রয়েছে। পরে অন্যান্য নৌকা থেকে বাকীদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সকলকে ফরাসী বন্দর ডানক্রিক কিংবা ক্যালাইসে ফিরিয়ে নেয়া হচ্ছে।
জাহাজ জট এবং তীব্র ¯্রােত থাকা সত্ত্বেও গত দ’ুবছরে অভিবাসন প্রত্যাশীদের ঝুঁকি নিয়ে চ্যানেল পাড়ি দেয়ার প্রবণতা বেড়েছে।
গত বছর সাড়ে নয় হাজারেরও বেশি লোক ফ্রান্স থেকে ব্রিটেনে যাওয়ার উদ্দেশ্যে চ্যানেল পাড়ি দেয় কিংবা পাড়ি দেয়ার উদ্যোগ নেয়। এ সংখ্যা ২০১৯ সালের তুলনায় চারগুণ।