হাইতির প্রধানমন্ত্রী দেশে ‘ষ্টেট অব সীজ’ ঘোষণা করেছেন। দেশের বর্তমান নাজুক পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ক্ষমতা বৃদ্ধির এই অনুমোদন দেয়া হয়েছে। দারিদ্র্যপীড়িত দেশটির প্রেসিডেন্ট সন্ত্রাসী হামলায় তার নিজ বাসায় নিহত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রী এই ঘোষণা দিলেন। খবর এএফপি’র।
প্রধানমন্ত্রী ক্লাউদ জোসেফ বলেন, ‘সংবিধানের ১৪৯ অধ্যাদেশ প্রয়োগ করে আমি একটি বিশেষ মন্ত্রিপরিষদের বৈঠকে সভাপতিত্ব করেছি মাত্র এবং সেখানে আমরা দেশব্যাপী ‘ষ্টেট অব সীজ’ ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’