চীনের পূর্বাঞ্চলীয় সাংহাই নগরীতে ভেঙ্গে পড়া কম খরচেরএকটি হোটেলের ধ্বংসস্তুপের ভিতর থেকে উদ্ধার কর্মীরা আরো সাত জনকে জীবিতাবস্থায় উদ্ধার করেছে। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, সোমবার বিকেলে সিজিকায়িউয়ান নামের হোটেল ধসে পড়ে। এতে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এক ব্যক্তি নিহত হওয়ার কথা জানিয়েছিল।
পিপলস ডেইলি পরিবেশিত খবরে বলা হয়, এনিয়ে ওই হোটেল ধসের ঘটনায় উদ্ধার করা লোকের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ালো।
এ ঘটনায় এখনো কত জন নিখোঁজ রয়েছে সে ব্যাপারে বিস্তারিত আরকিছু জানানো হয়নি।
এদিকে এখন পর্যন্ত ওই হোটেল ধসের কারণ জানা যায়নি।
উল্লেখ্য, হোটেলটি ২০১৮ সালে উদ্বোধন করা হয় এবং সেখানে ৫৪ টি গেস্ট রুমছিল।