• প্রকাশিত : ২০২১-০৭-১৪
  • ৬০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফ্রিকায় করোনা ভাইরাসের সংক্রমণ রেকর্ড পরিমাণ বেড়েছে।বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, চীনে ২০১৯ সালের ডিসেম্বরে করোনার প্রাদুর্ভাবের পর আফ্রিকার ৫৪ টি দেশে এ পর্যন্ত ৬০ লাখ ৯ হাজার ৮৫৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। 
প্রতিদিন ৪১ হাজার ৪শ’ লোক নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এ সংখ্যা এখন ১৩ শতাংশ বেশি। মে মাসের মাঝামাঝি থেকে আফ্রিকায় সংক্রমণ উর্ধ্বমুখী। 
লিবিয়ায় সবচেয়ে দ্রুত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশটিতে একদিনে নতুন করে এক হাজার ৫৬০ জন করোনায় আক্রান্ত হয়েছে যা আগের চেয়ে ২৬০ শতাংশ বেশি।
এরপরের অবস্থানে রয়েছে মোজাম্বিক। দেশটিতে নতুন করে গড়ে এক হাজার ৩৮০ জন করোনায় আক্রান্ত হচ্ছে। বৃদ্ধির হার ৭৭ শতাংশ। 
মরক্কোয় নতুন আক্রান্ত হচ্ছে এক হাজার ১৯০ জন এবং আক্রান্ত বেড়েছে ৭০ শতাংশ। 
এদিকে দৈনিক নতুন শনাক্ত সবচেয়ে বেশি হয়েছে দক্ষিণ আফ্রিকায়, যা ৪৫ শতাংশ। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ২২ লাখ ১৯ হাজার ৩১৬ । তবে সম্প্রতি দেশটিতে সংক্রমণ হার কমতির দিকে। দিনে গড়ে ১৮ হাজার ৩৪০ জন করোনায় আক্রান্ত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat