আর্জেন্টিনায় বুধবার পর্যন্ত করোনায় প্রাণহানির সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। খবর এএফপি’র।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৪৫ মিলিয়ন জনসংখ্যার দক্ষিণ আমেরিকার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৫০ জন।
গত কয়েক সপ্তাহ ধরে আর্জেন্টিনার টিকা কর্মসূচিতে অগ্রগতির কারণে নতুন সংক্রমণের হার কমলেও সেখানে ৪৭ লাখের বেশি লোক আক্রান্ত হয়েছে।
এছাড়া, ৫ হাজারের বেশি মানুষ কোভিডের লক্ষণ নিয়ে নিবিড় পরিচর্যায় রয়েছে। আইসিইউ-এ প্রাপ্তবস্কদের বিছানার ৬২ শতাংশের বেশি এখন রোগীর দখলে।
এপ্রিলে আর্জেন্টিনায় ভাইরাস সংক্রমণ শীর্ষে থাকায় আইসিইউ-এর ৮০ শতাংশের বেশি শয্যা ব্যবহৃত হয়।
কর্তৃপক্ষ জানায়, দেশটিতে ২৬ লাখের বেশি লোক কমপক্ষে এক ডোজ ভ্যাকসিন পেয়েছে, যাদের ৫১ লাখ পুরোপুরি টিকা পেয়েছে।
বয়স্ক জনসংখ্যার ৬০ শতাংশেরও বেশি ও মোট জনসংখ্যার ৪৫ শতাংশ কমপক্ষে টিকার এক ডোজ পেয়েছে।